এ.এইচ, এম, আবুল খায়ের :–
কুমিল্লার নাঙ্গলকোটে আজ সোমবার জামায়াতের ডাকা দেশব্যাপি হরতালের কর্মসূচীর অংশ হিসেবে বটতলায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ,ককটেল বিস্ফোরণ,মিছিল-পিকেটিং করে জামায়াত-শিবির কর্মীরা।পরে তারা এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন- জামায়াত উপজেলা সদর সেক্রেটারী মাওলানা এস এম মহিউদ্দিন,দক্ষিণসেক্রেটারী মাস্টার সাইফুল্ল, কুমিল্লা জেলার দক্ষিণ শিবিরের প্রচার আনোয়ার হোসাইন,উপজেলা সদর শিবিরের সভাপতি জোবায়ের ফয়সাল,সেক্রেটারী নাচির উদ্দিন পন্ডিত প্রমূখ। উপস্থিত ছিলেনÑ আলমগীর হোসেন,আজিম উদ্দিন,নাচির উদ্দিন,আবুল কালাম, ওমর ফারুক প্রমূখ।
