আলমগীর হোসেন,দাউদকান্দি :–
রবিবার বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে সড়ক অবরোধ করা হয়। গৌরীপুরে দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি একেএম আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোশাররফ হাজারীর নেতৃত্বে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন এস এ ইউসূফ, মোঃ মিজানুর রহমান, আঃ মতিন, ইসমাইল হোসেন, মোঃ রেজাউল করিম ভূঁইয়া, মোঃ আসিফ কবির প্রমূখ। এছাড়া দাউদকান্দি বিশ্বরোড এবং ইলিয়টগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়। এদিকে জামায়াত-শিবিরের ঘাটি শহীদনগরে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারনে কেউ রাস্তায় নামতে পারেনি। বিছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই দাউদকান্দিতে অবরোধ পালন করা হয়। কিছু সংখ্যক সিএনজি অটোরিক্সা ছাড়া দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। মহাসড়কে নাশকতা ঠেকাতে গৌরীপুর, শহীদনগর, বিশ্বরোড, টোলপ্লাজা ও ইলিয়টগঞ্জে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
Check Also
করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত
বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...