আলমগীর হোসেন,দাউদকান্দি :–
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল আগামী ১১ ডিসেম্বর রোজ বুধবার কুমিল্লা উত্তর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি একেএম আবুল কালাম আজাদ আজ গৌরীপুরে অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে হরতালের এ কর্মসূচী ঘোষনা করেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর সরফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুর নিঃশর্ত মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয় বলেন জানান। এছাড়াও আগামী মঙ্গলবার কুমিল্লা উত্তর জেলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ঘোষনা করা হয়েছে। দাউদকান্দি, তিতাস, মেঘনা, হোমনা, চান্দিনা, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায় এ হরতাল ডাকা হয়েছে।
