মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর(কুমিল্লা) :–
নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শনিবার সকাল ৯ টায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফারুক হোসেনের বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নগরপাড় পশ্চিম পাড়া বালুর মাঠে বালুর নিচে স্থানীয়রা লাশ দেখতে পেলে মুরাদনগর থানা পুলিশকে খবর দেয় পুলিশ এসে মাটি খুঁড়ে এ লাশ উদ্ধার করে।
নিহতের বাবা মোস্তফা মিয়া জানান, গত ৩০ নভেম্বর সোমবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জে বাটা শো-রুম ও মা বস্ত্রালয় দোকান বন্ধ করে বাড়িতে আসে। এসময় তার মোবাইল ফোনে একটি ফোন কল আসে। মোবাইলে কথা বলে সে পুনরায় কোম্পানীগঞ্জ বাজারে চলে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি ফারুক। তারা বিভিন্ন জায়গায় ফারুকের খোঁজ করেছেন। পরদিন মঙ্গলবার তিনি মুরাদনগর থানায় একটি সাধারণ ডাইরি করি।
এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি(তদন্ত) স্বজল কুমার কানু জানান, থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
