ঢাকা:—
ইয়েমেনের রাজধানী সানায় বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অনেকের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।খবর-বিবিসি।
স্থানীয়রা জানান, সকালে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মন্ত্রণালয়ের মূল ফটকের সামনে এসে বিস্ফোরণ ঘটায়। সাথে সাথে পুরো এলাকা কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এর পরপরই গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়।
এখন পর্যন্ত হতাহতের সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার দায় ও কেউ স্বীকার করেনি। তবে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে আঞ্চলিক বিদ্রোহী ও আল কায়েদা জঙ্গিদের সাথে লড়াই করছে।