ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:–
জেলার আখাউড়া রেল স্টেশনে বৃহস্পতিবার দুপুরে ট্রেনের টিকেট কাউণ্টার ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় তারা ৮-১০টি মাইক্রোবাস এবং সিএনজিও ভাঙচুর করে।
আখাউড়া রেল স্টেশন মাস্টার মোতালেব হোসেন জানান, অবরোধকারীরা রেল স্টেশনে এসে টিকেট কাউণ্টারের দরজা-জানালা ভাঙচুর করে।
আখাউড়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসাং থোয়াই জানান, ১৮ দলের নেতাকর্মীরা পৌর শহরের বাজার সড়ক থেকে একটি মিছিল রেল স্টেশন এলাকায় পৌঁছায়। স্টেশনে পার্কিং অবস্থায় থাকা ৮-১০টি মাইক্রোবাস ভাঙচুর করে। পরে তারা রেল স্টেশনে ঢুকে টিকেট কাউণ্টার ভাঙচুর করে। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।