—কাজী মোস্তাফা কামাল
অনুষ্ঠানের সভাপতি, কবিতার কবি
লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী
সবাই বলে জেগে ওঠো
জেগে ওঠো মুক্তিযোদ্ধারা
সেই একাত্তুরের চেতনা নিয়ে।।
এখন আমি চল্লিশোর্ধ
কিংবা কাছাকাছি
দুটি সন্তান-সুখী পরিবারের সংসার
প্রবাসে নিত্য চালাই হাতুড়ি শাবল
দেশে বন্ধুরা নিড়ানী কোদাল
মাথায়-মুখে আধাপাকা
চুল দাঁড়ি।।
সহকর্মীদের অনেকেই ভোল পাল্টিয়েছে
নেতাদের বিক্ষিপ্ত ঘুরা-ফিরা
কেউ বলে জাতীয় স্বার্থে, কেউ বলে নিজের স্বার্থে
আসলে বুঝা মুশকিল
হয়তো আমারই ভুল।।
বাড়ী-গাড়ী-পারফিউম
বিদেশে সন্তানদের পড়াশোনা ….
আসলে আমি দুর্বল
এই যে নেতা কাঁদছেন
দেশের দুর্দিন দেখে, জিজ্ঞেস করতে চাই
কেমন আছেন কমরেড?
যদিও জানি সবই শুধু ভন্ডামী
নাহ্! এবার আমি আরো ভীতু, দুর্বল
ক্লান্ত বয়সের ভারে।।
একাত্তুরের চেতনা আমার মধ্যে নেই
আমার বিপ্লব আত্মহত্যা করেছে
জনগণের বিপ্লব মুখ থুবড়ে পড়ে আছে
কাপুরুষ কে?
বিপ্লব না জনগণ, বুঝা মুশকিল
সবকিছু এলোমেলো।
একাত্তুর, পঁচাত্তর, নব্বই
লুটপাট, খুন-খারাবী
রাজাকারের দুর্গন্ধে পরিবেশ দুষিত
বিদায় বিপ্লব, বিদায়।।