আলমগীর হোসেন,দাউদকান্দি:–
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কুমিল্লার দাউদকান্দির ইটাখোলা প্রাইমারী স্কুলের সেফটি ট্যাংকি থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ আসাদুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার জিংলাতলী ইউনিয়নের ইটাখোলা প্রাইমারী স্কুলের সেফটি ট্যাংকি থেকে এক অজ্ঞাত নারীর (২৫) লাশ উদ্ধার করা হয়। পুলিশ নিহতের পরিচয় ও হত্যা রহস্য উদঘাটনে চেষ্ঠা চালাচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য এনিয়ে গত এক সপ্তাহে দাউদকান্দিতে ২টি খুন ও ৪টি লাশ উদ্ধার করা হয়।
