কুমিল্লা প্রতিনিধি:–
কুমিল্লা সেনানিবাস এলাকার একটি হোটেল থেকে বরুড়া পৌরসভার মেয়র ও বিএনপি নেতা জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাউসার আলম সেলিম ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মফিজুল ইসলামসহ বিএনপির ৪৭ নেতাকর্মীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শামছুজ্জামান জানান, বরুড়া উপজেলা থেকে শহরে এসে একটি হোটেলে গোপনে বৈঠক করাকে রহস্যজনক মনে হওয়ায় তাদরেকে আটক করা হয়ছে। জিঞ্জাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে আটককৃত বাকিদের নাম জানা যায়নি।