কুমিল্লাওয়েব ডেস্ক:–
আওয়ামী লীগের অধীনে সুস্ট ও নিরেপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের নিবাচন বয়কটের সিদ্ধান্তকে সমায়োপযোগী ও নির্মম বাস্তবতা বলে ১৮ দলের শীর্ষনেতা বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা:মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন- নিদলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে নির্বাচন সম্ভব নয় এটাই প্রমানিত হয়েছে। দেরিতে হলেও এরশাদ বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগের থেকে জনগন মুখ ফিরিয়ে নিয়েছে। এরশাদের নেয়া নির্বাচন বয়কটের সিদ্ধান্ত গনতন্ত্র, সংবিধান ও মানবাধিকার সুরক্ষার সংগ্রাম প্রেরনা যোগাবে। দেশের বর্তমান ক্রান্তিকালে তথা গনতন্ত্রের দু:সময়ে আওয়ামী ফ্যসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে। তিনি বলেন- সরকার নিবিচারে মানুষ খুন করে প্রহসনের দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার যে ষড়যন্ত করছে তা সফল হবে না। জালেম সরকারের অত্যাচার নির্যাতনের দেশব্যাপী দেসপ্রেমিক জনগন ফুঁসে উঠেছে। শেখ হাসিনা র্যাব-পুলিশকে রক্ষীবাহীনির ন্যায় বিরোধী শক্তিকে নিমূর্লে ব্যবহার করছে। কিন্তু হামলা- মামলা, গ্রেফতার-নিযাতন চালিয়ে দমানো যাবেনা। তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশক্ষার সংগ্রামে অংশ নিয়ে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। তিনি আজ (শনিবার) বেলা ৫ টায় মেজর জলিল মিলনায়তনে ঢাকা মহানগর লেবার পার্টির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ঢাকা মহানগর সভাপতি মোঃসামসুদ্দিন পারভেজ সভাপতিত্বে সভায় লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক রহমান, যুগ্ম মহাসচিব এ্যাড.আমিনুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক আব্দুর রহমান খোকন, মাওলানা আনোয়ার হোসেন ও ছাএনেতা আলী হোসেন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।