কুমিল্লা প্রতিনিধি:–
দশম জাতীয় নির্বাচনের তফছিল ঘোষনা,দেশে অব্যাহত সন্ত্রাস, নেতৃবিন্দর মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহালের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টা অবরোধের ৪র্থ দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ এর উদ্যোগে বিভিন্ন উপজেলায় অবরোধের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। জেলা সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে ঢাক-নোয়াখালী রোডে বিক্ষোভ মিছিল ও সড়ক অবোরধ করে শিবির কর্মীরা।এই সময় উপস্থিত ছিলেন শিবিরের জেলা সেক্রেটারী আব্দুর রব ফারুকী ও লাকসাম উপজেলা সভাপতি শাহাদাত হোসাইনও ফয়েজুর রহমানের সাবেক শিবির নেতা শহীদ উল্যাহ,সেলিম মাহমুদ সোহেল,ফখরুল ইসলাম মাছুম উপলো সেক্রেটারী সাহাব উদ্দিন.সিরাজুল ইসলাম,আবু সাঈদ, জেলা অর্থ সম্পাদক আমজাদ হোসেন রোমন,প্রশিক্ষন সম্পাদক মোশারফ হোসেন ওপেল ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি সাহাব উদ্দিন নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজার, মিয়ার বাজার, জেলা সাহিত্য সম্পাদক আরিফ খাঁন ও বরুড়া দক্ষিনের সভাপতি মজিবুর রহমান এর নেতৃত্বে লাকসামের বিজরা ও মুদাফ্রগঞ্জ, ,জেলা প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন ও নাঙ্গলকোট উপজেলা সভাপতি যোবায়ের ফয়সালের নেতৃত্বে নাঙ্গলকোট বাজার মনোহরগঞ্জ পুর্ব সভাপতি আরিফুল ইসলাম এর নেতৃত্বে বিপুলাসার নাথেরটেুয়া, এছাড়াও বরুড়া উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বরুড়া বাজারসহ দক্ষিণ জেলা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয়। দক্ষিণ জেলার জামায়াতের আমীর আব্দুস সাত্তার শিবির সভাপতি মু. জয়নাল আবেদীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ স্বতস্ফুর্তভাবে পালন করার জন্য কুমিল্লার সকল জনতাকে অভিন্দন জানান এবং বলেন অনঅতি বিলম্বে নির্বাচনের তফছিল বাতিল করে ও নেতৃবিন্দুর মুক্তি দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরী করার জন্য আহব্বান জানান।
