মো:আবু বকর সিদ্দিক,দেবিদ্বার:–
কুমিল্লা-৪(দেবিদ্বার)আসনের আ,লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থী আলহাজ্ব রোশন আলী মাষ্টার দলীয় মনোনয়ন না পেয়ে আ,লীগের একাংশর সমর্থন,সাধারজনগনের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করেন। রোববার দিন ব্যাপী উপজেলার গুনাইঘর দক্ষিন, ধামতী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এবং পদ্মোকোট বাজারে স্থানীয়দের সাথে তিনি গনসংযোগ ও নির্বাচনী প্রচারনা করেন। এসময় উপস্থিত ছিলেন,ইউপি চেয়ারম্যন আবদুল হাকিম, ইউপি আ,লীগের সভাপতি মান্নান চেয়ারম্যন, আ’লীগ নেতা মো.নজরুল ইসলাম, সফিক মেম্বার সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমূখ।
