কুমিল্লাওয়েব ডেস্ক:–
কুমিল্লার রাজাপুর ও শশীদল রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে রোববার রাত ৮টার দিকে মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-সিলেট রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আখাউড়া রেলস্টেশনের সুপারেনটেন্ডেন্ট মোতালেব হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস (৭০৩) ট্রেন রাজাপুর ও শশীদল রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে এলে ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়।
এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আখাউড়া রেলস্টেশনের লোকোশেড ইনচার্জ মহসিন ভূঁইয়া জানান, কিছুক্ষণের মধ্যেই আখাউড়া থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে যাবে।