মো: মোশাররফ হোসেন মনির,মুরাদনগর(কুমিল্লা):–
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার লক্ষে কুমিল্লা- ৩ মুরাদনগর আসনে রোববার বিকেল ৫টা পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে তিনজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, আ’লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী এফ বি সি সি আইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন ও জাতীয় পাটি (এরশাদ) সাম্ভাব্য প্রার্থী মো: আক্তার হোসেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার মো: আসাদুজ্জামান খান জানান তিনজন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও কেউ জমা দেন নাই।
