মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা (কুমিল্লা):–
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো. লুৎফুর রেজা খোকন এর পক্ষে মনোনয়ন ক্রয় করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ক্রয় করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রসমাজ যুগ্ম-আহবায়ক মো. আক্তার হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চান্দিনা পৌর জাতীয় পার্টির আহবায়ক মো. রুহুল আমিন, সদস্য সচিব মজনু মিয়া, উপজেলা জাতীয়পার্টির নেতা নূরুল ইসলাম, উপজেলা যুব সংহতির সভাপতি মো. আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর, কুমিল্লা উত্তর জেলা যুব সংহতির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী আলআমিন খান সজীব, ছাত্রসমাজ নেতা মো. পারভেজ, বাড়েরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।