আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ দফা বাস্তবায়নের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলা সদরে মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সভা করে। উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা আব্দুস ছাত্তারের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মাওলানা মোমিন উদ্দিন উসমানীর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হেফাজতের নেতা মহিউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুন্ডা ইউপি চেয়ারম্যান মো. ওমরাও খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম.এ. হান্নান, হেফাজতের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ইমরানুর রশিদ, মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ।
