এম.এ হোসাইন:–
দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের চুড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সদস্য সচিব সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সৈয়দ আশরাফুল ইসলাম ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেন।
এর মধ্যে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের প্রার্থীরা হলো- কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-২(হোমনা-তিতাস) আব্দুল মজিদ, কুমিল্লা-৩(মুরাদনগর) জাহাঙ্গির আলম সরকার, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আলহাজ্ব এ.বি.এম. গোলাম মোস্তফা, কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়ায়) আব্দুল মতিন খসরু, কুমিল্লা-৬(সদর) আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা-৭ (চান্দিনা) অধ্যাপক মোঃ আলী আশরাফ, কুমিল্লা-৮(বরুড়া) নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) মোঃ তাজুল ইসলাম, কুমিল্লা-১০(সদর দক্ষীন-নাঙ্গলকোট) আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) মোঃ মুজিবুল হক।