মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা(কুমিল্লা):–
কুমিল্লার বরুড়ায় গণপিটুনীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বাতেন নিহত হয়। সে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামের মৃত ফজর আলী’র ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার গভীর রাতে বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামে ডাকাত সর্দার বাতেনের নেতৃত্বে একদল ডাকাত হানা দেয়। এসময় স্থানীয়রা ধাওয়া করে ডাকাত সর্দার বাতেন, সফিউল্লাহ্ ও দেলোয়ার নামে ৩ ডাকাতকে আটক করে। শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনীতে বাতেনের মৃত্যু হয়।
আটক ডাকাত সফিউল্লাহ্ চান্দিনা উপজেলার আলীকামোড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে। ডাকাত দেলোয়ার চান্দিনা উপজেলার ফতেহপুর আঃ বারেক এর ছেলে।
এদিকে ডাকাত সর্দার বাতেনের মৃত্যুর খবর চান্দিনায় ছড়িয়ে পড়লে মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারসহ বিভিন্ন স্থানে এলাকাবাসী আনন্দ-উল্লাস করেন এবং মিষ্টি বিতরণ করেন।
এ ব্যাপারে রুড়রা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জানান, ২ ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহতের লাশ মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।
বরুড়া থানার ওসি একেএম কাউছার চৌধুরী ডাকাত বাতেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।