ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:–
ব্রাহ্মণবাড়িয়া একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের টি.আলী মোড়ে এ ঘটনা ঘটে। এসময় বাস থেকে লাফিয়ে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবা সদরের দিকে যাচ্ছিল।
আগুন দেয়ায় জড়িত সন্দেহে সোহেল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি পৌর এলাকার আড়াইবাড়িতে বলে জানিয়েছেন কসবা থানার ওসি মো. মিজানুর রহমান।
তিনি জানান, স্থানীয় দিগন্ত পরিবহনের একটি বাস টি. আলীর মোড়ে থামিয়ে প্রথমে এর সামনের দিকের কাঁচ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
পরে যাত্রী বোঝাই বাসটিতে অগ্নিসংযোগ করে তারা। বাস থেকে লাফিয়ে পড়ে যারা আহত হয়েছে তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।