কুমিল্লা প্রতিনিধি:–
আজ বৃহস্পতিবার কুমিল্লা মহানগরীতে অর্ধ দিবস হরতাল ডেকেছে ১৮ দল। পুলিশের গুলিতে দেলোয়ার হোসেন নামের এক ছাত্রদল কর্মী নিহত, দলীয় নেতা কর্মীদের মিথ্যা মামলায় হয়রানী ও গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে বলে ১৮ দলের নেতৃবৃন্দ জানিয়েছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বুধবার বিকেলে জানান, গত সোমবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালায়, এতে ছাত্রদল কর্মী দেলোয়ার নিহত হয়। কিন্তু পরে পুলিশ বাদী হয়ে ওই মামলায় উল্টো ১৮ দলের নেতাকর্মীদের হয়রানী ও গ্রেফতার অব্যাহত রেখেছে। তাই ১৮ দলের জরুরী সভায় অর্ধ দিবস হরতাল আহবান করা হয়েছে।
