কুমিল্লা প্রতিনিধি:–
ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার অশোকতলায় অবরোধকারীরা রেল লাইনের ফিস প্লেট তুলে ফেলায় চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত ২টায় এ ঘটনা ঘটে।
এতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ ২টি বগি লাইচ্যুত হয়। তবে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
কুমিল্লা রেল স্টেশনে ট্রেনটি দাঁড়াবে বলে ধীরগতিতে ট্রেনটি আসায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পায় উদয়ন এক্সপ্রেসে থাকা যাত্রীরা।
উদ্ধার কাজের জন্য আখাউড়া ও লাকসাম থেকে রিলিফ ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌছে উদ্ধার কাজ ও ফিস প্লেট সংযোজনের কাজ চালাচ্ছে।
অন্যদিকে লালমাই থেকে ১টি ইঞ্জিন এসে উদয়ন এক্সপ্রেসের যাত্রীবাহী বাকী বগিগুলোকে লালমাই স্টেশনে নিয়ে যায়।
সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রীরা কুমিল্লা রেল স্টেশনে অপেক্ষা করছে।
এদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল লাকসাম স্টেশনে ও তূর্ণা নিশিতা ফেনী রেল স্টেশনে অপেক্ষা করছে।