নাজমুল করিম ফারুক :–
তিতাসের দলিল লেখক সমিতির সভাপতি মেহেদী হাসান সেলিমের দলিল লেখক সনদপত্র পুনঃবহাল করেছে কর্তৃপক্ষ।
মহা পরিদর্শক নিবন্ধন কার্যালয়ের চলতি বছরের ৪ নভেম্বরের নিপ/নিয়োগ/রেজিঃ/শাখা-১/১৬৮৩০নং স্মারকের আলোকে জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ের ১৮ নভেম্বরের ৬৬৪৬ স্মারকের আলোকে জানা যায়, তিতাস উপজেলার রেজিষ্ট্রার অফিসের আওতাধীন মেহেদী হাসান সেলিমে দলিল লেখক সনদপত্র (সনদ নং-৫২) স্থগিতের বিরুদ্ধে ২০ আগষ্ট আপীল আবেদনের প্রেক্ষিতে গত ৪ নভেম্বর শুনানীতে হাজির হয়ে মৌখিক ও লিখিত বক্তব্যের জবাবে নিবন্ধন পরিদপ্তরের কর্তৃপক্ষ মেহেদী হাসান সেলিমসহ বিভিন্ন উপজেলার ১৫টি দলিল লেখক সনদপত্র পুনঃবহালের আদেশ দেন। উল্লেখ্য, কুমিল্লা জেলা রেজিষ্ট্রার মোঃ লুৎফর রহমানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ জেলার ১৬টি উপজেলার দলিল লেখক সমিতি বিভিন্ন কর্মসূচী পালন করায় প্রতিটি উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের লাইসেন্স বাতিল করা হয়। উক্ত লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিল করেন দলিল লেখকগণ।
