মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা(কুমিল্লা):–
কুমিল্লার চান্দিনায় পিকআপ ও লংভেহিকেল (লড়ি) মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ভোর ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার মাধাইয়া-নাওতলা এলাকায় ওই ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালী চটখিল উপজেলার পিকআপ চালক মহিন (৪২), ওই গাড়ির হেলপার রানা (১৫) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মাইজপাড়া গ্রামের গিয়াস উদ্দিন এর ছেলে নাছির (৪০)।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) হারুন আহমেদ জানান, ‘ঢাকা থেকে নোয়াখালীগামী পিকআপটি ও বিপরীত দিক থেকে আসা লংভেহিকেল (লড়ি) মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা সকলেই পিকআপের যাত্রী। নিহতদের মৃত দেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।