ঢাকা প্রতিনিধি:–
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে নির্দলীয় নিরপ্ক্ষে সরকারের দাবীতে ১৮দলীয় জোটের দেশব্যাপী ৪৮ ঘন্টা রাজপথ,রেলপথ,নৌপথ অবরোধের সমর্থনে বেলা ১২.৩০টায় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় ঝটিকা মিছিল বের করে বাংলাদেশ লেবার পার্টি।
লেবার পার্টির চেয়ারম্যান ডা:মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে মিছিলটি কিছুদুর অগ্রসর হলে পুলিশ অতর্কিত ভাবে ধাওয়া দিয়ে গুলিবর্ষন করলে মিছিলকারী নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে লেবার পার্টির নেতা মোহাম্মাদ আলী(৩২)ও তপন কুমার (১৯) নামে দুই কর্মী আহত হয়েছে।
মিছিলে অন্যান্যদের মধ্যে লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, মো:আলা উদ্দিন আলী, সাংগঠনিক সম্পাদক মো: ফারুক রহমান, যুগ্ম-মহাসচিব এ্যাড.আমিনুল ইসলাম রাজু, রামকৃষ্ঞ সাহা, ঢাকা মহানগর সভাপতি সামসুদ্দ্নি পারভেজ, সাধারন সম্পাদক আশরাফ আলী হাওলাদার, ছাত্র ফোরাম কামরুল ইসলাম সুরুজ সহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন