আলমগীর হোসেন,দাউদকান্দি :–
বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের আজ মঙ্গলবার প্রথম দিনে দেশের সবচেয়ে ব্যস্ততম ও গুরুতপূর্ণ বাণিজ্যিক সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির অংশ ছিল অবরোধ কারীদের দখলে। টায়ারে আগুন জ্বালিয়ে অগ্নিসংযোগ, পাথর, ইট, সিএনজি অটোরিক্সা ভাংচুর, লাঠিছোঠা ও গাছের গুড়ি ডালাপালা ফেলে দাউদকান্দির গৌরীপুর, শহীদনগর, হাসানপুর, দাউদকান্দি বিশ্বরোড, টোলপ্লাজা, জিংলাতলী, রায়পুর, দৌলতপুর ও ইলিয়টগঞ্জে মহাসড়ক অবরোধ করা হয়। গৌরীপুরে উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন হাজারীর নেতৃত্বে মহাসড়ক অবরোধ করা হয়। দাউদকান্দি বিশ্বরোডে উপজেলা বিএনপি’র সভাপতি একেএম সামছুল হক ,পৌর বিএনপি’র সভাপতি ভিপি আঃ সাত্তার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান খন্দকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সজীব, পৌর যুবদলের সভাপতি মোঃ বাবুল মোল্লার নেতৃত্বে মহাসড়ক অবরোধ করা হয়। শহীদনগরে জামায়াত-শিবিরের কয়েক’শ নেতাকর্মী লাঠিছোটা নিয়ে মহাসড়ক অবরোধ করেন। ভোর থেকে মহাসড়ক ছিল যানবাহন শূণ্য। দাউদকান্দি উপজেলার ফিডার সড়কগুলো অবরোধ করে রাখেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। অবরোধের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীদের ভারী ব্যাগ, বিভিন্ন মালামাল ও ছোট ছোট শিশুদের কোলে নিয়ে প্রচন্ড রৌদ্রে হেটে ১০/১৫ কিলোমিটার পথ যেতে দেখা গেছে। অবরোধ সফলের লক্ষ্যে গৌরীপুরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম ভূঁইয়া, এজিএস জামাল উদ্দিন, গৌরীপুর কলেজ ছাত্রনেতা আসিফ কবির, যুবদলের আঃ মতিন, ইসমাইল হোসেন, মাসুদ আলম সরকার, বদিউল আলম বাবুল, স্বপন আহমেদ, ওলামাদলের মাও.আঃ লতিফ, শ্রমিকদলের নজরুল ইসলাম, রফিকুল ইসলাম ও শেখ কামাল প্রমূখ।
