লাকসাম প্রতিনিধি:–
লাকসামের লাকসাম পূর্ব ইউপির অতি দরিদ্র সুবিধা বঞ্চিত নারীদের সংগঠন পল্লী সমাজ ও ইউনিয়ন সমাজের সার্বিক কর্মকান্ডের অগ্রগতি অব্যাহত রাখতে স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম নগদ অর্থ সহায়তা দিয়েছেন।
সোমবার ওই ইউপির সমাজ সেবক মোঃ তাজুল ইসলাম আর্মি সংসদ সদস্য তাজুল ইসলামের পক্ষে নগদ ১ লাখ ৫০ টাকা সংগঠনের ইউনিয়ন সভানেত্রী মিনরা বেগমের হাতে তুলে দেন। শহরের লাকসাম বাইপাস নদী বাংলা কার্যালয়ে এক অনাড়াম্বর এ অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক জাকির হোসেন পন্ডিত, দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আফতাব উল্যাহ চৌধুরী ঝন্টু, সাপ্তাহিক লাকসামের আলোর সম্পাদক মহব্বত আলী, লাকসাম সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দিন চৌধুরীসহ ওই ইউনিয়নের ৬টি পল্লী সমাজের নারী নেতৃবৃন্দ।
এদিকে ওই ইউনিয়ন সমাজের সভানেত্রী মিনরা বেগম জানান, ইউনিয়নের ৬টি পল্লী সমাজের উদ্যোগে আয়োজিত সম্প্রতি এক নারী সমাবেশে স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম নারীদের বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন প্রতিরোধসহ সুবিধা বঞ্চিত নারীদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করায় এবং নারী বান্ধব নানা কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে নগদ অর্থ প্রদানের ঘোষনা দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী আমরা এ অর্থ সহায়তা পেয়েছি। এতে আমাদের কর্মকান্ড আরও গতিশীল হবে।