দেবিদ্বার প্রতিনিধি :–
ঢাকা আলীয়া মাদ্রাসা শাখার ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা পৌনে ৬ টায় দেবিদ্বার পৌর সভার হামলা বাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে দেবিদ্বার থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফখরুল ইসলাম ঢাকা আলীয়া মাদ্রাসা শাখা ছাত্রশিবিরের সংগঠনিক সম্পাদক ও পৌর সভাধীন হামলা বাড়ি গ্রামের ফজলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় দেবিদ্বার পৌর সভাধীন হামালা বাড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। হরতালে গাড়ি ভাঙচুরসহ তার নামে থানায় ৪টি মামলা রয়েছে বলে তিনি জানান।