ঢাকা :–
শ্যামপুর থানা লেবার পার্টির সভাপতি আবু সাঈদকে বেলা সাড়ে ১২ টায় জেলগেট থেকে পুর্ণরায় গ্রেফতার করেছে পুলিশ। তাকে যাএাবাড়ী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে ২০ অক্টোবর ধোলাইপাড়স্থ নিজ বাসা থেকে গ্রেফতার করে যাএাবাড়ী থানা পুলিশ ।
এদিকে শ্যামপুর থানা লেবার পার্টির সভাপতি আবু সাঈদকে রাজনৈতিক প্রতিহিংসার কারনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানী মুলক মামলা দিয়ে গ্রেফতার করেছে দাবী করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবী জানান লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী ও সাংগঠনিক সম্পাদক ফারুক রহমান ।
নেতৃবর্গ বলেন- সরকার হামলা মামলা গ্রেফতার চালিয়ে গনতান্ত্রীক আন্দোলন বাধাগ্রস্থ করতে চায়। তাই লেবার পার্টিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের নির্যাতন-নিপীড়ন করতে র্যাব-পুলিশকে সরকার শেখ মুজিবের ন্যায় রক্ষীবাহীনির মতো ব্যবহার করছে সরকার। নেতৃবর্গ অবিলম্বে আবু সাঈদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।