মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা(কুমিল্লা):–
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও অসাংবিধানিক সর্বদলীয় সরকার গঠনর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (২৪ নভেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চান্দিনা উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান ভূইয়া মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র উপদেষ্টা মো. আবদুল করিম মাষ্টার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবদুল মালেক মাষ্টার, পৌর বিএনপি’র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, খলিলুর রহমান, বিএনপি নেতা মো. শাহ আলম, মঞ্জু মেম্বার, আবদুল মান্নান, উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পিন্টু দত্ত, মাইজখার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. সহিদুল ইসলাম, বিএনপি নেতা তমিজ উদ্দিন, তৈয়ব আলী পাঠান, উপজেলা যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মুন্সী, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুনুর রশিদ, সহ-সভাপতি মো. সেলিম, যুবদল নেতা মনির খান, মুজাম্মেল সরকার, শাহজাহান খোকন, আফজাল হোসেন, মামুনুর রশিদ, খোরশেদ আলম, মাইজখার ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হানিফ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কুদ্দুছ, পৌর ছাত্রদল সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুল ছাত্তার, ছাত্রদল নেতা রুহুল আমিন, জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন কানন, স্বেচ্ছাসেবকদল নেতা হাজী আলমগীর, নজরুল ইসলাম, উপজেলা জাসাস নেতা ডা. মো. জহিরুল ইসলাম, উপজেলা ওলামাদল সভাপতি মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।