মতলব উত্তরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ দেড় একর জায়গা উদ্ধার

স্টাফ রিপোর্টার :–
মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারের পূর্ব দিকের খাল অবৈধভাবে ভরাট করে একটি মহল অর্ধশতাধিক দোকান ঘর উঠিয়ে ভাড়া ও ব্যবসা বাণিজ্য করছিল। গতকাল শনিবার সকাল থেকে চাঁদপুর জেলা ম্যাজিষ্ট্রেট’র আদেশক্রমে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম মনিরজ্জামান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইদুজ্জামান খান’র নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়া হয়। দোকানদারদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়। সময় পাড় হওয়ার পর উচ্ছেন অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযান চলবে এ খবরে দোকানদাররা দ্রুত তাদের দোকানে মালামাল সরিয়ে নেয়। জানা যায়, ৯ নছ লালপুর-কালিপুর মৌজার ১৮৩১ দাগে ১.৫১একর খাল ভরাট করে সরকারী হিসেবে ৩৪টি মার্কেট নির্মাণ করা হয়। বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে তা সরিয়ে নিতে নোটিম জারি করা হলেও অবৈধ দখলদাররা তা কর্ণপাত করত না। তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ব্যবস্থা করা হয়। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন, মতলব উত্তর থানার ওসি(তদন্ত) সফিকুল ইসলামের নেতৃত্বে এস আই মিজানুর রহমান, এসআই ওয়াজেদ আলী,এসআই আবু হানিফ, এএসআই মোবারক হোসেন, এএসআই হারুনসহ চাঁদপুর পুলিশ লাইন, মতলব উত্তর থানা পুলিশ ও মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির  সঙ্গীয় ফোর্স, ইউএনও’র সিএ আমিনূল ইসলাম, তসিলদার হাবিব উল¬া পাটোয়ারী, শাহ আলম, কামরুজ্জামান, আলী হোসেন, নজরুল ইসলাম,আঃ জলিল,আনিসুর রহমান, আঃ মান্নান ও মাহবুবুল গনি, সহকারী তসিলদার শাহা জালাল পাঠানসহ ভুমি ও উপজেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Check Also

যে কোনো আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে : বিএনপি

চাঁদপুর প্রতিনিধি :– চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সভায় বক্তারা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম ...

Leave a Reply