ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মনবাড়িয়া নির্মাণ শ্রমিক ঠিকাদার বাদশা আহমেদ বুলেটের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে কাজীপাড়া এলাকাবাসী।
বুধবার সকাল ১১টায় শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠ থেকে কয়েক হাজার নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে এসে মানববন্ধনে মিলিত হয়। এসময় ১ ঘণ্টা প্রধান সড়ক টি এ রোডে যানচলাচল বন্ধ থাকে।
মানববন্ধনে কাজীপাড়া গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, কাউন্সিলর অ্যাডভোকেট শাহআলম, মজিবুর রহমান বাবুল, মো. জসিমউদ্দিন রিপন, অ্যাডভোকেট লোকমান হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, বাদশা আহমেদ বুলেটের হত্যাকারী পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সস্ত্রাসী লিংকনসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি করছি। বক্তারা আরোও বলেন, পুলিশ প্রশাসন যদি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার না করে তাহলে কাজীপাড়াবাসী আন্দোলনের মাধ্যমে তাদের গ্রেফতার করতে বাধ্য করা হবে। পরে লিংকনের কুশপত্তলিকা দাহ করা হয়।