আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি এম নাসির রহমানের সভাপতিত্বে
বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মীর মোস্তুফা জালাল, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এম এম এ মঈন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান, গুনিয়্উাক ছাত্রদলের সভাপতি সাদেকুর রহমান,জমসেদ মিয়া, হাশেম মিয়া, মারজান খাঁ, জুনায়েদ আহম্মেদ বকুল প্রমূখ।
বক্তরা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ গ্রেফতারকৃত সহ নেতা-কর্মীদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন দেয়া হবে। এবং এ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পতন ঘটানো হবে।
