ঢাকা :–
২০১৪ বিশ্বকাপটা যে সহজ হবে না শনিবারের প্রীতি ম্যাচেই বুঝল হন্ডুরাস। কনকাকাফ অঞ্চলের দলটি শনিবার মিয়ামিতে মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিলের। পাঁচ বারের চ্যাম্পিয়নরা গুণে গুণে পাঁচবার বল পাঠিয়েছে হন্ডুরাসের জালে। তাই ৫-০ গোলের জয়ে বিশ্বকাপের প্রস্তুতিটাও ভালোভাবে সেরে নিলেন নেইমাররা। মিয়ামির ৭১ হাজার দর্শক প্রাণভরেই উপভোগ করেছেন ব্রাজিলিয়ান সাম্বা।
২২ মিনিটে রাইট উইং থেকে পওলিনহোর পাসে গোলের সূচনা করেন বার্নার্ড। ৫৫ মিনিটে নেইমারের ফ্রিকিক থেকে দ্বিতীয় গোল করেন দাতে। মাইকন ২০১০ সালের পর ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন ৬৬ মিনিটে। এরপর ৭০ মিনিটে উইলিয়ান ও ৭৪ মিনিটে হাকের লক্ষ্যভেদে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। মঙ্গলবার অন্য প্রীতি ম্যাচে তারা মুখামুখি হবে চিলির।