মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
চান্দিনায় আন্তজেলা ডাকাতদলের সদস্য, ৪টি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আমির (২৮) কে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।
সে উপজেলার বরকরই ইউনিয়নের কাদুটী গ্রামের মৃত আবদুর রহমান এর ছেলে।
সোমবার (১৮ নভেম্বর) তাকে কুমিল্লায় জেলহাজতে প্রেরণ করা হয়।
রোববার (১৭ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাদুটী গ্রাম থেকে চান্দিনা থানার এস.আই মহিউদ্দিন, এস.আই শাহজাহান, এ.এস.আই আবদুর রহিম, এ.এস.আই মনিরসহ সঙ্গীয় ফোর্স এক বিশেষ অভিযানে অভিনব কায়দায় তাকে আটক করে।
চান্দিনা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, গ্রেফতার হওয়া ডাকাত আমির এর বিরুদ্ধে চান্দিনা থানায় ৪টি ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বরুড়া, দাউদকান্দিসহ জেলার বিভিন্ন থানায় আরও মামলা রয়েছে।