স্টাফ রিপোর্টারঃ–
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল থেকে শনিবার রাতে ১৫লক্ষ টাকার বিদেশী শাড়ী কাপড় সহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, শনিবার রাত ৩ ঘটিকার সময় গোপন সংবাদের বিত্তিতে দেবিদ্বার থানার এসআই শাহ কামাল আখন্দ, এসআই সাইদুর রহমান ও এসআই গোলাম জিলানীর নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ ৪৫০টি শাড়ী, ৯২টি থ্রি-পিছ ও পিকাপ ব্যানসহ ৪জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার চকবাজার এলাকার মৃত আঃ মান্নানের ছেলে হানিফ সংকেত (২০), জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে হানিফ (২৪),কুমিল্লার মুরাদনগর উপজেলার গদুরনগর গ্রামের জয়নাল মিয়ার ছেলে নাজিম (২৬) ও জামালপুর জেলার ইসলামপুর উপজেলার খোয়াপুর চর গ্রামের বদু শেখ এর ছেলে জামাল শেখ(২২)।
এব্যাপারে দেবিদ্বার থানার ওসি তারেক মোহাম্মদ হান্নান জানান, এসব ভারতীয় অবৈধ শাড়ী কাপড় দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল হয়ে ঢাকা নেওয়ার পথে আটক করা হয়।
