মো:মোশারফ হোসেন মনির,মুরাদনগর(কুমিল্লা):–
উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে গত শুক্রবার বিকাল ৪টায় সৌদি প্রবাসী ও গ্রামবাসীদের উদ্যোগে কবরস্থানের সংস্কার ও সীমানা প্রাচীর দেয়াল নির্মান শুরু হয়েছে।
সৌদি আরব প্রবাসী আনিছুর রহমান সরকার এর নেতৃত্বে কামারচর গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ নিমান কাজ এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মো: ছামেদুর রহমান মোল্লা,ময়নাল হোসেন,মোস্তফা,আব্দুল মতিন,মফিজ মাষ্টার,নাছির উদ্দিন,আক্তার হোসেন,ফরিদ মিয়া, নাসের সরকার,জামাল মিয়া,খলিলুর রহমান,খাইরুল আলম,মাইনুদ্দিন,হুমায়ন আল মামুন,মহসিন,মাহাবুব আলম,কবির হোসেন,বাছির মাষ্টার,মুকবুল মিয়া,আবিদ মিয়া,সুজন মিয়া,আবুল হাসেম মেম্বার,শরীফুল ইসলাম,ইয়াছিন,ফরিদ মেম্বার,ইদ্রিস মেম্বার,ফেরদৌস মেম্বার,নজরুল ইসলাম,আব্দুল সামাদ,মোসলে উদ্দিন প্রমুখ।
আনিছুর রহমান সরকার জানান আমাদের গ্রামের সকল প্রবাসী ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় আমরা এই কাজটি শুরু করেছি।
মাওলানা সামছুল হকের পরিচালনায় মিলাদ মাহফিল শেষে সকলের মধ্যে তাবারুক বিতরন করা হয়।
