নিজস্ব প্রতিনিধি:–
আজ শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশাররফ হোসেন হাজারীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শরীফুল ইসলাম, মানিক সরকার, আক্তার হোসেন প্রমূখ।
মিছিল চলাকালে বিশৃঙ্খলা এড়াতে গৌরীপুরে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দাউদকান্দির গৌরীপুর অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
