কুমিল্লাওয়েব নিউজ:–
হত্যা চেষ্টা ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল হক মিয়া সহ পাঁচ নেতার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া অন্য নেতারা হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী আইনজীবী শিমুল বিশ্বাস।
বেলা ১টার দিকে পাঁচ নেতাকে পুলিশ স্কর্ট দিয়ে তিনটি পৃথক মাইক্রোবাসে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। আর তাদের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় সকাল ১০টার দিকে। শীর্ষ স্থানীয় এসব নেতাকে আদালতে আনার পর বিএনপিপন্থী আইনজীবী আদালত চত্বরে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।
আর রিমান্ড নেওয়ার আদেশের পর বিএনপিন্থী আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা সরকারকে খুনি সরকার আখ্যায়িত করে আসামিদের মুক্তির দাবি জানান।