আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সাবরেজিষ্টা অফিসে কর্মরত উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচন বুধবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
নিবার্চনে সভাপতি পদে দ্বিতীয় বারের মত হাজ্বী মোঃ নূরুল ইসলাম ৩২ ভোট,সাধারণ সম্পাদক পদে মোঃ নুরুল হক ২৫ ভোট,সহ সভাপিত পদে মোঃ ফরিদ উদ্দিন পাঠান ২২ ভোট,কোষাধক্ষ পদে সমীরন দাস ২৭ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মোঃ মিলন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবার্চিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। ভোট গ্রহন ও গণনা শেষে বিকালে প্রিজাইটিং অফিসার সাব রেজিষ্টার মোঃ মাইকেল মহিউদ্দিন আবদ নির্বাচনে বিজয়ীদের ফলাফল ঘোষনা করেন।
