সৈয়দ আহাম্মদ লাভলুঃ–
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্দ্যোগে সমাজের তৃণমূলের সফল নারীদের সন্মাননা জানানোর জন্য তাদের নির্বাচিত করার লক্ষ্যে উপজেলা ভিওিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসাবে বুধবার ১৩ নভেম্বর সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনার পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, আমাদের দেশে নারীরা এখন আর পিছিয়ে নেই। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর উপস্থিতি ক্রমান্বয়ে উজ্জল থেকে উজ্জলতর হচ্ছে। তিনি বলেন, ‘জয়িতা’ হচ্ছে সমাজের সকল বাধা বিপওি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীর একটি প্রতিকি নাম। পাঁচটি ক্যাটাগরীতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ইউপি সদস্য ও চেয়ারম্যানদের মাধ্যমে তাদের নির্বাচিত করে আগামী ২০ নভেম্বরের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দফতরে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে। ২১ নভেম্বর তা চুড়ান্ত নির্বাচনের জন্য কুমিল্লা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে অনুষ্ঠানিকভাবে চুড়ান্ত নির্বাচিতদের মাঝে সদন বিতরন করা হবে। এসব সফল নারীদের সংবর্ধনা দেখে সমাজে অন্যান্য নারীরা এগিয়ে আসবে। যে পাচটি ক্যাটাগরিতে নারীদের নির্বাচিত করা হবে তা হল- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী, সমাজ উন্নয়নে অসাম্য অবদান রেখেছেন যে নারী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানদের মধ্যে সুলতান আহাম্মদ, জসিম উদ্দিন নান্নু, কাশেদুল হক বাবু, আরিফুল ইসলাম খোকন, একাডেমিক সুপারভাইজার আবদুল মোমেন, পল্লী উন্নয়ন অফিসার মাহাবুবুর রহমান, সমবায় অফিসার মোমেন হোসেন ভুইয়া, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, সাংবাদিক মতিউর রহমান হেলাল, মোঃ ফারুক আহাম্মদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
