মোঃ জামাল উদ্দিন দুলাল :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার ৮নং চাপিতলায় ইউপি’ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার নি:র্শতে অবিলম্বে মুক্তির দাবীতে গন মিছিল ও মানব বন্ধন করেছে।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা নিরু উদ্দিন ভুইয়া নিরু, কোম্পানী গঞ্জ কলেজের সাবেক ভিপি মোঃ শাহনেওয়াজ, মোঃ শাহিন মোল্লা, গোলাম সারওয়ার বাদল, গেদু ভুইয়া, বাচ্চু মেম্বার, নাছির উদ্দিন, জাহাঙ্গীর ভুইয়া, রোমেন উদ্দিন রুমি প্রমুখ। ওই অনুষ্ঠানে সবাই বক্তারা বলেন, নি:র্শতে অবিলম্বে ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া সহ সকল কেন্দ্রীয় নেতাদের মুক্তি জোড় দাবী জানান।
