আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :–
আগামী সংসদ নিবার্চন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় ঐক্য জোটের আহবানে দেশব্যাপী ৮৪ ঘন্টা হরতালের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় হরতালে তৃতীয় দিনে মঙ্গলবার সকাল থেকে লাখাই-নাসিরনগর-সরাইল মহাসড়কে বিএনপি, যুবদল, ছাএদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ মোড়ে এসে অবস্থান নিয়ে মহাসড়ক অবোরধ করে রাখে । লাখাই-নাসিরনগর-সরাইল মহাসড়কে দূর প্লাল¬ার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ব্যাংক,বীমা,শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল অফিসের কার্যক্রম ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় কলেজ মোড় থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোকর্ণ ইউপি চেয়ারম্যান এম. এ. হান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সহ সভাপতি ও চাপরতলা ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, আমিরুল হোসেন চকদার,কামরুল আলম ভুইয়া, যুবদলের আহ্বায়ক সৈয়দ আবু সারওয়ার, ছাত্রদলের সভাপতি এম নাসির রহমান, সাধারণ সম্পাদক এম. এ. মঈন, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন সোহাগ, মহিলাদলের সভানেত্রী হাসনা হেনা, মহিলা দলের বেগম গোলবাহার, সিরাজুল ইসলাম, জাসাস আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব পল্লব চক্রবর্তী, শ্রমিক দলের সভাপতি সিরাজ খা, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
