মোঃ ইসমাইল হোসেন,মেঘনা প্রতিনিধি :–
কুমিল্লা মেঘনা উপজেলায় আইন শৃঙ্খলা ভঙ্গের কারনে পুলিশ ৪ জন গ্রেফতার করে। আজ মঙ্গলবার কুমিল্লা আদলতে প্রেরন করা হবে বলে এস আই মোঃ সায়েদুর জানান। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ শফিক (৪৫), মোঃ সাগর ( ৩৫), রাজ মিয়া (৩০), মোঃ মনির হোসেন (৪০)। ঘটনার বিবরনে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মোঃ শাহজাহান একই গ্রামের সাহারা বেগমের নিকট হইতে ৩০ শতাংশ জমি ক্রয় করেন। এই জমির অংশীদারদের বিরোধ নিয়ে আদালতে মামলা চলছে। গতকাল সোমবার মেঘনা থানাতে এস আই মোঃ সায়েদুর উভয় পক্ষকে নিয়ে আপোষ মিমাংসার কথাবার্তা বলছিলেন। আলোচনার মাঝে গ্রেফতারকৃতরা গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাইনুদ্দিন তপন মুœন্সিকে হামলা করে। আইন শৃঙ্খলার ভঙ্গের কারনে পুলিশ এদেরকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মোঃ শাহজাহান মুঠো ফোনে আলাপকালে বলেন, মোঃ মাইনউদ্দিন তপন মুন্সীকে ৫ লাখ টাকা জমি ক্রয়ের দালালি না দেওয়ার কারনে আমার দুই ভাগিনা শফিক ও সাগর এবং জমির ফসল কাটার শ্রমিক রাজমিয়া ও মনিরকে গ্রেফতার করিয়েছে। গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাইনউদ্দিন তপন মুন্সি মুঠো ফোনে বলেন, জমির ক্রয়ের দালালি চাওয়ার প্রশ্ন উঠে না। সাহারা বেগমের নিকট হইতে মোঃ শাহজাহান ৪ শতাংশ জমি ক্রয় করেন। তিনি ভূয়া পর্চা সৃজন করিয়া সাহারা বেগমের নিকট হইতে ৩০ শতাংশ জমি রেজিষ্টি করে নিয়েছেন। তিনি সাংবাদিকদের সরজমিনে ঘটনাস্থন দেখে সঠিক সংবাদটি প্রকাশের অনুরোধ জানান।
