বুড়িচং প্রতিনিধি :–
সোমবার মোহনা টেলিভিশন এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রতিনিধির উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। র্যালী শেষে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ও মোহনা টেলিভিশনের বুড়িচং উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম নাজিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা সমাজসেবা অফিসার জেড এম মিজানুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিছুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.কে.এম মোখলেছুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার, পরিবার পরিকল্পনা কমকর্তা রোকসানা খানম মুন্নী প্রমূখ ।