ওয়াশিংটন প্রতিনিধি :–
মেট্রো ওয়াশিংটনের কমিউনিটি লিডার এবং বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট ডঃ রাজ্জাক অনেক দিন যাবত লাং ক্যান্সারের সাথে পরাজিত হয়ে আজ সকাল ৩:৪০ মিনিটে তাঁর মেরিল্যান্ডের বাসবভনে থেকে শেষ ট্রেনের যাত্রী হয়ে না ফেরার দেশে চলে গেলেন! ইন্নালিল্লাহে ওয়াইন্নালিল্লাহে রাজেউন। তিনি রেখে গেছে তাঁর স্ত্রী ,ছেলে ও মেয়ে সহ অসংখ্য বন্ধু বান্ধব।