মাসুমুর রহমান মাসুদ, চান্দিনা :–
চান্দিনায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। রোববার (১০ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মাধাইয়া বাসস্টেশন এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়ে মহাসড়ক হয়ে কুটুম্বপুর বাস স্টেশন পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, পৌর ছাত্রদল যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফজলুল ছাত্তার, মাধাইয়া ইউনিয়ন যুবদল সভাপতি কে.এম জামাল, স্বেচ্ছাসেবকদল নেতা মো. কামাল হোসেন মুন্সী, যুবদল নেতা শাহজাহান খোকন, মোজাম্মেল হক, দিদারুল আলম ভূইয়া রিপন, চান্দিনা উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মো. মহসিন, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, মাধাইয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি গাজী আবদুল মান্নান, বিএনপি নেতা আবদুল মান্নান প্রমুখ।