কুমিল্লা প্রতিনিধি :–
কেয়ারটেকার সরকার ব্যবস্থা পূণর্বহালের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের ১ম দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ এর উদ্যোগে বিভিন্ন উপজেলায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করা হয়েছে।
জেলা সভাপতি জয়নাল আবেদীনের নেতৃত্বে ঢাক-চট্রগ্রাম সড়কের কুমিল্লা বিশ্বরোডে বিক্ষোভ মিছিল ও সড়ক অবোরধ করে শিবির কর্মীরা। এই সময় উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কাপ সদস্য জহিরুল ইসলাম সদর দক্ষিন এর জমায়াত আমীর এস এম নুরুল্লা, সেক্রেটারী সরওয়ার কামাল, সদর ইত্তর সেক্রেটারী মিজানুর রহমান, সাবেক জেলা সভাপতি খাইরুল ইসলাম, ঈসরাইল মজুমদার, সাবেক জেলা অফিস সম্পাদক মহসীন কবির, সাবেক জেলা স্কুল কার্যক্রম সম্পাদক আহসান উল্যাহ নিজামী, সাবেক সাহিত্য সম্পাদক শহিদ উল্যাহ, জোমায়াত নেতা সাইফুল হক চৌধুরী, থানা সভাপতি ইকবাল হাসান. ইব্রাহিম খলিল, আব্দুর রব। জেলা সেক্রেটারী আব্দুর রব ফারুকী ও লাকসাম উপজেলা সভাপতি শাহাদাত হোসাইনের নেতৃত্বে লাকসাম বাইপাস, অর্থ সম্পাদক আমজাদ হোসেন রোমন, প্রশিক্ষন সম্পাদক মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি সাহাব উদ্দিন নেতৃত্বে চৌদ্দগ্রাম বাজার, মিয়ার বাজার, জেলা সাহিত্য সম্পাদক আরিফ খান ও বরুড়া দক্ষিনের সভাপতি মজিবুর রহমান এর নেতৃত্বে লাকসামের বিজরা ও মুদাফ্রগঞ্জ, জেলা শিক্ষা সম্পাদক মাইন উদ্দিন ও মনোহরগঞ্জ পুর্ব সভাপতি আরিফুল ইসলাম এর নেতৃত্বে বিপুলাসার নাথেরটেুয়া, জেলা প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন ও নাঙ্গলকোট উপজেলা সভাপতি যোবায়ের ফয়সালের নেতৃত্বে নাঙ্গলকোটের লুদুয়ায়, এছাড়াও বরুড়া উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বরুড়া বাজার সদর উত্তর সভাপতি আবদুর রব এর নেতৃত্বে সদর দক্ষিণ চৌয়ারা বাজার সদর পূর্বের সভাপতি ইব্রাহিম খলিল এর নেতৃত্বে সুয়াগাজীসহ দক্ষিণ জেলা বিভিন্ন স্থানে হরতালের পিকেটিং করা হয়। দক্ষিণ জেলার জামায়াতের আমীর আব্দুস সাত্তার শিবির সভাপতি মু. জয়নাল আবেদীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল স্বতস্ফুর্তভাবে পালন করার জন্য কুমিল্লার সকল জনতাকে অভিন্দন জানান এবং আগামীদিনের সরকার পতনের সকল কর্মসূচীতে আরো সক্রিয় ভূমিকা পালন করার মাধ্যমে এই জালিম সরকারকে বিতারিত করার আহব্বান জানান।