কুমিল্লা প্রতিনিধি:–
বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপির গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
হরতালের শুরুতে শনিবার সকাল থেকে বিক্ষোভ মিছিল করছে উপজেলা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বেলা ১১টার দিকে হোমনা চৌরাস্তা মোড়ে হরতাল সমর্থকরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করতে চাইলে পুলিশে বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এছাড়া হোমনা ও তিতাসে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে।
হরতালে দোকানপাট, বিপণী বিতান বন্ধ রয়েছে। উপজেলার সর্বত্র হরতাল পালিত হলেও জেএসসি ও জেডিসি পরীক্ষা হরতালের আওতামুক্ত রয়েছে।
সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।