মো. হাবিবুর রহমান :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়ের পাড় আদর্শ ডিগ্রি কলেজে শুক্রবার আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি: জন ডেনি লুইজকে সংবর্ধণা দেয়া হয়েছে। কলেজের প্রতিষ্ঠাতা ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম সরকার, এডভোকেট আবুল কালাম আজাদ, অন্যদের মধ্যে ডাক্তার আবু আয়ুব হামিদ, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ, আবুল হাসেম বেগ, সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু,আলহাজ্ব ইব্রাহীম সরকার, অশ্বীনী কুমার দেবনাথ, এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, এডভোকেট আতিক উল্লাহ ও ওসি আমিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।