ঢাকা :–
আগামী ১০,১১ ও ১২ নভেম্বর (রবি-সোম-মঙ্গলবার) সারা দেশে টানা ৭২ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই হরতাল কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করছে ১৮দল। এ দাবিতে এই মাসের ৪, ৫ ও ৬ এবং গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর টাকা ৬০ ঘন্টা করে হরতাল পালন করে ১৮ দল।